Bangla
যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে II JODI THAKE NOSIBE II শিল্পী শামসুল হক চিশতী
যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে II JODI THAKE NOSIBE II শিল্পী শামসুল হক চিশতী II Bangla Songs Lyrics
Produced by : KAUSHIK HOSSAIN TAPOSH & FARZANA MUNNY from TM PRODUCTION exclusively for GAAN BANGLA TELEVISION
All rights reserved by ONE MORE ZERO GROUP, BANGLADESH.
যদি থাকে নসিবে, আপনি আপনি আসিবে।
জোর করে মন হরন কর না করে ছলনা,
এই যে ভীষন যন্ত্রনা।
আপন মন হয় যদি মনের মতন,
মনে মন করে আকর্ষণ ।
সেই মনে আর ঘুনে ধরে না রে মন ধরে না ।।
ভালো লাগলে ভালবেসে,
কাছে বসে মুচকি হাসে,
তাড়াইয়া দিলেও সরে না রে মন সরে না।
এই যে ভীষন যন্ত্রনা।
আশার মশাল জেলে বুকে,
অন্ত্রে যন্ত্রে করে সাধনা রে মন মিলে না ।।
নিদয়া নিঠুর পাষান,
আখি জলে মন টলে না রে তার টলে না।
এই যে ভীষন যন্ত্রনা।
বেহায়ামনা শামশুল হকে, আশার মশাল জেলে বুকে,
অন্ত্রে যন্ত্রে করে সাধনা রে মন মিলে না ।।
মনচোরা হালিম চান, নিদয়া নিঠুর পাষান,
আখি জলে মন টলে না রে তার টলে না।
এই যে ভীষন যন্ত্রনা।
TRACK - JODI THAAKE NOSIBEY
TAPOSH FEAT. CHISHTY BAUL
Singer: CHISTY BAUL
Lyrics & Tune: CHISTY BAUL
Composition & Keys: KAUSHIK HOSSAIN TAPOSH
Keys: ANNA VIBE
Violin: ANNA RAKITA
Percussions: TONY PARKER
Cello: ARTYOM MANUKYAN
Guitar: SANJOY DAS
Flute: JALAL
Choir: NAMRATA, EMILIA-ANNA, PRIYO
Back-Up Vocals: MAKHON, KAMAL
Post a Comment
0 Comments